যশোর অফিস : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরী নতুন ভবনের’ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই নতুন ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পলেটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী। এ সময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ প্রতিষ্ঠানটির প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে পলেটেকনিক ইনস্টিটিউট চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী। পলেটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন কবির শাহরিয়ার জহেদী, কাইয়ুম শাহরিয়ার জাহেদী প্রমুখ।