যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় শ্যালো মেশিন ও ইজিবাইক চুরির মূলহোতা বাহাদুর ইসলাম (নেংরা বাবু) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঘারপাড়ার ভিটাবল্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে এ এস আই লক্ষন কুমার গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার করিমপুর গ্রামের
জাকির মোল্যার মেহগুনি বাগানে থেকে তাদের আটক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়,গত ৯ এপ্রিল রাতে বাঘারপাড়ার করিমপুর মাঠ থেকে সাতটি শ্যালো মেশিন চুরি হয়।
গতরাতে সাতটি শ্যালো মেশিনের মধ্যে দুটি শ্যালো মেশিন উদ্ধার করেন।গ্রেপ্তারকৃত দুজনকে সাতদিনের রিমান্ড চেয়ে বৃস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃত দুইজন হলেন করিমপুর গ্রামের বাহাদুর মোল্লা ওরফে নেংডা বাবু ও আশিকুর রহমান।