যশোর অফিস : যশোর জেলা তাবলীগ জামাতের জুবায়ের গ্রুপের আলমী শুরা সদস্য মুফতি সাইফুল ইসলামকে মারপিটের অভিযোগে ২৬জনের নাম উল্লেখ করে সাদপন্থীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
সোমবার(৩০ডিসেম্বার)বিকালে যশোর আদালতে মুফতি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় আসামী করা হয়েছে,তাবলীগ জামাতের সাদপন্থী গ্রুপের সদস্য যশোর সদর উপজেলার উপশহর বি-ব্লককের মিজানুর রহমান, এফ-ব্লাকের শরিফুল ইসলাম তাজু, উপশহর মার্কাজ মসজিদের খাদেম আবুল হোসেন, কিসমত নওয়াপাড়া এলাকার আব্দুস সালাম ওরফে বক্স সালাম, শেখহাটির নেওয়াজ মোর্শেদ, মারকাজ মসজিদ শিক্ষক কোয়ার্টারের বাসিন্দা মাওলানা আব্দুর রহমান ও যশোর শহরস্থ পুলিশ লাইন টালিখোলা এলাকার ইয়ামিন হোসেনসহ মোট ২৬ জন।
উল্লেখ্য যে,২২ ডিসেম্বার দুপুর ২টার দিকে সদর উপজেলার উপশহর এলাকায় ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত সম্পর্কিত একটি টেলিভিশনের নিউজ ফেইসবুকে শেয়ার করাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের সাদপন্থী গ্রুপের সদস্য মিজানুর রহমান কর্তৃক মুফতি সাইফুল ইসলামকে আটকিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে তিনি মামলা করেন।