বেনাপোলে বোমা বিস্ফোরণে কিশোর আহত
যশোরের বেনাপোলে বেগুন ক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত বোমার বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এদিকে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামে নিজেদের বাড়ির পাশের বেগুন ক্ষেতে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া। ওই কিশোরের নাম মুরাদ হোসেন(১৬)। সে শার্শা উপজেলার বেনাপোল বড়আঁচড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া বলেন, ওই কিশোর বাড়ির পাশের বেগুন ক্ষেতের বাগান পরিস্কার করছিলেন।বাগান পরিস্কার করার সময় তার হাতের দা পড়ে থাকা একটা বোমায় আঘাত লাগলে সেটা বিস্ফোরিত হয়।সেখানে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা এসে দেখে বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।তারা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রাখছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
শিক্ষক ময়মুর হত্যার ঘটনায় থানায় মামলা
যশোরে শিক্ষক ময়মুর হোসেন মনু হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ভাই নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় এই মামলাটি করেছেন। তবে, অজ্ঞাতনামা আসামি করা হলেও সন্দেহমূলকভাবে হাসান আলী বিশ্বাস ও তার কোনো সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদী নজরুল ইনলাম যশোর শহরতলীর মুড়লীর বাসিন্দা।মামলায় তিনি জানিয়েছেন, ময়মুর হোসেন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যশোর সদর উপজেলার মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপরে তার বিয়াই বাঘারপাড়ার কেশবপুর গ্রামের হাসান আলী বিশ্বাস ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করার জন্য কিছু লোক যোগাড় করে দিতে বলেন ময়মুরকে। সে মোতাবেক ময়মুর হোসেন মনু বেশ কয়েকজন লোক যোগাড় করে দিলে তাদের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করেছেন হাসান আলী। কিন্তু চাকরি না হওয়া এবং টাকা ফেরৎ দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন হাসান আলী। ফলে ময়মুরের সাথেও তার মতবিরোধ দেখা দেয়। গত ১০ সেপ্টেম্বর হাসান আলী টাকা ফেরৎ দিবে বলে ময়মুরকে তার বাড়িতে যেতে বলেন। গত ১১ সেপ্টেম্বর দুপুরে হাসান আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন ময়মুর। ওইদিন রাতেও বাড়িতে না ফেরায় থানায় জিডি করেন তার স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে থেকে ময়মুরের লাশ উদ্ধার করে পুলিশ।
জমি দখলের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা
যশোর সদরের নওদাগ্রামে জমি দখলের অভিযোগে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নওদাগ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মোর্তজা আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলো, নওদাগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে টুটুল হোসেন, মৃত এনাম আলী বিস্বাসের ছেলে রুমা হোসেন ও বারোবাজারের মুনতাজ খানের ছেলে জাহাাঙ্গীর আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার অভিযোগের জানা গেছে, আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘ ৩০ বছর আগে নওদাগ্রামে ১১ শতক জমি ক্রয় করে বসবাস শুরু করেন। তার মৃত্যুর পর এ জমির মালিক তার ওয়ারেশগন। বেশ কিছুদিন ধরে আসামিরা এ জমির অর্ধেক দখলের ষড়যন্ত্র করছিল। বুধবার আসামিরা তাদের লোকজন সাথে নিয়ে এ জমিতে বিল্ডিং তৈরীর সরঞ্জম এনে রাখে। এতে বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এরমধ্যে আসামিরা জমিতে বিল্ডিয় তৈরীর কাজ শুরু করে দিয়েছে। স্থানীয় ভাবে তিনি দখলদার উচ্ছেদে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
সীরাতুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা সভা
ইসলামিক ল’ইয়াস কাউন্সিল যশোরের উদ্দ্যোগে সীরাতুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাইতনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক। এতে প্রধান আলোচক ছিলেন কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি গাজী এনামুল হক। ল’ইয়াস কাউন্সিল যশোর শাখার সভাপতি ইমামুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট, আরএম মঈনুল হক খান ময়না, আব্দুল লতিফ, মনিরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ওজিয়ার রহমান। শেষে নাতে রাসুল পরিবেশনা করেন রোকনুজ্জামান ও তার দল।