॥ ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ॥
ভুয়া নিয়োগপত্র দিয়ে জামানতের ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এমএইচ সিকিউরিটি সার্ভিসের দুই কর্মকর্তার যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুরের পাড়িলী গ্রামের ওহাব আলী গাজী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
॥ বাঘারপাড়ার হজরত আলীকে ওমানে পাচার মামলায় চার্জশিট দাখিল ॥
যশোরের বাঘারপাড়া উপজেলার সুখদেবনগর গ্রামের হজরত আলীকে ওমানে পাচার মামলায় স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোর কোতয়ালি থানা পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক। অভিযুক্ত আসামির হলো সুকদেবনগর গ্রামের ঘরমাই সালাহ উদ্দিন ও তার স্ত্রী শাহনাজ পারভীন।
॥ মনিরামপুরে স্কুলে নিয়োগ বন্ধ, ৯ জনকে অভিযুক্ত করে মামলা ॥
যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বন্ধে ৯ জনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা দায়ের হয়েছে। সহকারী জজ মাণিরামপুর আদালতে বিচারক অভিযোগে শুনানি শেষে অভিযোগটি গ্রহন করে ৮ বিবাদীর কাছে জবাব চেয়ে নোটিশ দেয়ার আদেশ দিয়েছেন। কেশবপুরের সানতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হোসেন আলী বাদী হয়ে এ মামলা করেছেন। বিবাদীরা হলো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিজি শিক্ষা অধিদফতর, সদস্য লাভলু গাজী ও সেলিম রেজা।
॥ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় ॥
জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাতয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন সাবেক সভাপতি প্রবীন আইনজীবী আব্দুল আলিম। সভায়, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একংশের ঘোষিত প্যালেন বাতিল করে সমঝোতার মাধ্যমে নতুন প্যানেলের সিদ্ধান্তে না আসলে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্রার্থী দিয়ে প্যানেল ঘোষনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
॥ ঝিকরগাছার এক তরুণীকে চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগ ॥
যশোরে এক তরুণীকে চাকরি দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী তরুণী আদালতে এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন। আসামি আহম্মদ হোসাইন বাবু যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মােবারক হোসাইনের ছেলে।
॥ সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র জখম ॥
দশম শ্রেনির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নেহাল ইসলাম (১৪) নামে এক ছাত্র জখম হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপশহর ডিক্লাক ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে। আহত যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও উপশহর বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউট স্কুলের ১০ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র।
॥ অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার ॥
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা চাঁচড়া রায়পাড়ার একটি বাড়ি থেকে অস্ত্র-গুলি ও চাকু উদ্ধার করেছে। ঘটনায় কাউকে আটক করতে পরেনি। র্যাবের ডিএডি করিমুল হাসান কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে সংবাদ পান যে, চাঁচড়া রায়পাড়া এলাকার শামছুন্নাহারের পরিত্যক্ত দোতলা বিল্ডিং এর ভেতরে অজ্ঞাত সন্ত্রাসী মাদক দ্রব্য কেনা বেচা করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করেন।
॥ ইয়াবাসহ মাদক কারবারী আটক ॥
যশোর ডিবি পুলিশ একশ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো, শহরতলীর কৃষ্ণবাটি গ্রামের রশিদ গাজীর ছেলে মাহিম ইসলাম (২৩) এবং তুহিন হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার (২৪)। ডিবির এএসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, গত রোববার রাত পৌনে নয়টার দিকে কৃষ্ণবাটি গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
॥ কেশবপুরে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক ইমন আটক ॥
যশোরের কেশবপুরে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের সাথে জড়িত সেই ইমনকে (২২) সোমবার আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ৫ মাসের অন্ত:স্বত্ত্বা প্রতিবন্ধী বাদী হয়ে ইমনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের রফিক সরদারের ছেলে ইমন (২২) ৬ মাস পূর্বে একই গ্রামের (তাদের বাড়ির পাশে) এক ভিক্ষুকের প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে প্রায়ই রাতে তাদের বাড়িতে যেয়ে তার সাথে অবৈধভাবে মেলামেশা করে আসছিলো। এরই মধ্যে ওই প্রতিবন্ধী কন্যা অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ইমনকে জানালে সে তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়ে এব্যাপারে মুখ না খুলতে হুমকি দেয়। ১৫ অক্টোবর এ ঘটনায় ধর্ষিতা ওই প্রতিবন্ধী কন্যা ইমনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ সোমবার সকালে ইমনকে তাদের বাড়ি থেকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল বলেন, প্রতিবন্ধী মেয়েকে বিয়ের নামে প্রতারণা করে ও তাকে ধর্ষণ করার ফলে সে ৫ মাসের অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েছে। এ ব্যাপারে ভিকটিম থানায় অভিযোগ করার পর ধর্ষক ইমনকে আটক করা হয়েছে।
॥ নেশাগ্রস্ত ছেলের হাতে মা জখম ॥
যশোর বেজপাড়া প্রগতি পল্লীতে ছেলের হাতে মা রিক্তা বেগম (৪০) জখম হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ছেলের নেশার টাকা দিতে রাজি না হওয়াই মাকে ঘরের মধ্যে আটকে কুপিয়ে জখম করে। এ সময় রিক্তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে রিক্তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় ছেলে পালিয়ে যায়। আহত রিক্তা শহরের বেজপাড়া প্রগতি পল্লী এলাকার সুমন্ধির স্ত্রী। সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত ছেলে নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা দিতে অশিকার করায় ছেলে ঘরের মধ্যে মাকে আটকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুর রশিদ জানান, রিক্তা নামে এক মহিলা রক্তাক্ত অবস্থায় লোজনজন জরুরি বিভাগে আনেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
॥ দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন ॥
যশোরে দুর্বৃত্তদের ছরিকাঘাতে রিপন (২৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত রিপন শহরের কবরস্থান পাড়ার এলাকার হাবিবুর রহমান গাজী ওরেফে বুড়োর ছেলে। নিহাতের লাশ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের পাশে মোটরসাইকেলে আশা এই যুবকটি এখানে দাঁড়ায়। কিছু সময় পর ৪/৫ জন মুখোশধারী যুবকেরা এসে ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, কি কারনে কেন কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পুলিশ তা গভীরভাবে খতিয়ে দেখছে।