
॥ হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ॥
হেরোইনের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী শাহাজামাল বাদশাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্তি দায়রা জজ তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহাজামাল বাদশা বেনাপোলের বারপোতা গ্রামের মৃত নুর হোসেন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় শাহাজামাল বাদশাকে আটক ও তার কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সৈয়দ বকতিয়ার আলী আটক বাদশার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি বাদশাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশীদ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শাহাজামাল বাদশার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
॥ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ নভেম্বর ॥
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৫টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিলো। আগের দিন গত সোমবারও মনোনয়ন পত্র বিক্রি হয়। সভাপতি পদের বিপরীতে ৩টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে।
আগামী ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
॥ জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত ॥
বিজয়ের মাস ডিসেম্বরে ঐতিহাসিক তিনটি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন যশোরের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে যশোর কালেক্টারেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
॥ সিকিউরিটি কোম্পানির এমডিসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা ॥
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থপনা পরিচালকসহ ১২১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ডাচ্ বাংলা ব্যাংক যশোর শাখার ম্যানেজার দিবাকর বিট গত সোমবার কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
মামলায় জানা গেছে, বাদী দিবাকর বিট ডাচ্ বাংলা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ডাচ্ বাংলা ব্যাংক দেশের সব চেয়ে বড় একটি নেটওয়ার্ক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ২০১১ সালেল ৩০ নভেম্বর ও ২০১৪ সালের ২৭ এপ্রিল জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিপত্র তৈরী করে। চুক্তি অনুযায়ি ডাচ্ বাংকিং এর টাকা বিভিন্ন বুথে লোড আনলোড করার দায়িত্ব জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের উপর দেয়া হয়। ২০১২ সালেল ১৯ নভেম্বর থেকে ২০২১ সালের ২৭ জুন পর্যন্ত যশোর জোনের রিকনসিলিয়েশন করার পরে ৪৬ লাখ ৫০ হাজার আটশ’ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আত্মসাতকৃত ওই টাকা ফেরৎ না দেয়ায় এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
॥ যশোরে মন্দিরে হামলার অভিযোগ ॥
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি দাসপাড়া এলাকার একটি মন্দিরে হামলা ও ভাংচুরের অভিযোগে আটক তিনজন চঞ্চল, হায়দার ও সোহেলকে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, চুড়ামনকাঠি দাসপাড়া সার্বজনীন পূজা মন্দিরে মঙ্গলবার সকালে হামলার ঘটনা ঘটে। সকালে মন্দিরে কালীপূজা চলাকালনি ওই এলাকার চঞ্চল, হায়দার ও সোহেলসহ অজ্ঞাতরা হামলা চালায় এ সময় হামলাকারিরা মন্দিরের সামনে চেয়ারও ভাংচুর করে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে যশোর কোতয়ালি থানার এসআই অমিত দুপুর ১২টার দিকে ওই তিনজনকে আটক করে থানায় আনে। পরে ৬০ হাজার টাকা দেন-দরবারের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় থানা থেকে ওই তিনজনকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে এস আই অমিতের কাছে উৎকোচের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, স্থানীয় মেম্বার, পূজা কমিটির সদস্যরা এসে থানায় লিখিত দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। টাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।