
॥ বিদেশি মদসহ আটক ॥
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোর শহরের বড় বাজার চুড়িপট্টি থেকে বিদ্যুৎ মজুমদার নামে একজনকে বিদেশি তিন বোতল মদ সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মদ গুলো উদ্ধার করা হয়। অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্য তিনি সেগুলো মজুদ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শনিবার রাতে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
॥ যবিপ্রবি সাংবাদিক সমিতির কমিটি গঠন ॥
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নিবার্চিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আকরাম হোসেন ও জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ওয়াশিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার এ টি এম মাহফুজ, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদের রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মোতালেব হোসাইন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আমাদের সময়ের শিহাব উদ্দীন সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্যা বাংলাদেশ টুডের দিশা প্রিয়া মিষ্টি ও দ্যা ডেইলি মেসেঞ্জারের নিশাত তাসনিম সুপ্তি নির্বাচিত হয়েছেন।
॥ প্রতারণার দায়ে কারাদণ্ড ॥
প্রতারনার দায়ে হুমায়ুন কবির লিটন নামে এক ব্যক্তিকে দেড় বছর কারাদণ্ড ও অর্থদ- দিয়েছে যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক রায়ে এ আদেশ দিয়েছেন। লিটন বাঘারপাড়ার পাইকপাড়া গ্রামের মৃত গোলাম বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, লিটন এলিকো এনজিও তে চাকরি নিয়ে নতুন গ্রাহক সৃষ্টি ও টাকা আদায় করেন। তিনি একই উপজেলার সুকবেদপুর গ্রামের হর বিলাস বিশ্বাসের স্ত্রী অতিনা রাণী মল্লিক ও তার বাড়ির কয়েকজনকে সদস্য ডিপোজিট করান। এরাপর তিনি নিয়মিত টাকা নিয়ে রশিদ না দিয়ে ঘোরাতে থাকেন। একর্পায়ে গ্রাহকরা জনতে পারেন লিটন টাকা গ্রহণ করে প্রধান অফিসে জামা দিচ্ছেন না। এ ঘটনার জানার পর ২০১০ সালের ১ এপ্রিল এক সালিসে হিসাব করে দেখা যায় লিটন ডিপোজিটের ৫৬ হাজার ৫শ’ টাকা নিয়ে অফিসে জমা না দিয়ে আত্মসাত করেছেন। লিটন সালিসে টাকা পরিশোদের অঙ্গীকার নামা করে দেয়ার পরও টাকা পরিশোদ না করায় ২০১৮ সালের ৬ নভেম্বর আদালতে মামলা করেন অনিতা রাণী মল্লিক। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
॥ সোনা চোরাচালান মামলায় ১২বছর কারাদণ্ড ॥
সোনা চোরাচালান মামলায় মফিজুর রহমান নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন নামে একজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দয়রা জজ ৩য় আদালতের বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজুর রহমান বেনাপোলের পুটখালি গ্রামের মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জনা গেছে, ২০১৩ সালের ১৯ জুলাই বেনাপোল ক্যাম্পের বিজিবি নিয়মিত টহলের সময় পুটখালি বাজার থেকে সিমান্তের দিকে মোটরসাইকেল যেতে দেখে থামায়। এ সময় মোটরসাকেলের পিছনে বসে থাকা যাত্রী মফিজুরের দেহ তল্লাশি করে কোমরে বাধা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার দাম ৬০ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নারায়ন চন্দ্র ঘোষ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদেণ্ডর আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজুর রহমান কারাগারে আটক আছে।
॥ তারেক রহমানের কারামুক্তি দিবস পালন ॥
যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমান ভালো থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। আর সেই কারণে ১/১১ অসাংবিধানিক সরকার বাংলাদেশকে পঙ্গু করে দিতে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমানকে নির্মম নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কারণ বাংলাদেশ যতই বারই সংকটে নিমজ্জিত হয়েছে, ততবারই বিএনপি অথবা যারা বিএনপির নেতৃত্ব দিয়েছেন,তাদের নেতৃত্ব দেশ সেই সংকট থেকে উত্তরণ হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপি দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভার আয়োজন করে । দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

