যশোর অফিস : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদকে আনুষ্ঠানিক বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হিমাদ্রী শেখর সরকার।
রোববার হাসপাতালের সভাকক্ষে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা তাকে বিদায় জানিয়েছেন। তিনি আগামী ১জানুয়ারি ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপপরিচালক হিসেবে যোগদান করবেন।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক হিসাবে ডাক্তার হারুন অর রশিদ ২০২৩সালের ৮মার্চ হাসপাতালে যোগদান করেন। এরপর থেকে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। আর্থিক স্বচ্ছতা আনতে জোরালো ভূমিকা পালন করেন। সকল পরীক্ষা-নিরীক্ষা ক্যাশ কাউন্টারের রশিদের মাধ্যমে করার নির্দেশনা জারি করেন। জোরালো তদারকি ব্যবস্থা ও জবাবদিহিতা করার কারণে আর্থিক দূর্নীতি কমতে শুরু করে। একই সাথে বাড়তে থাকে সরকারের রাজস্ব আদায়। এক মাসে সাড়ে ৩৩লাখ ৪৮হাজার ৬৩০টাকা রাজস্ব আদায়ের রেকর্ড তৈরি করেন ডাক্তার হারুন অর রশিদ। হাসপাতালের প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগ, সিটিস্ক্যান বিভাগ, আল্ট্রাসনোগ্রাম বিভাগ, ইসিজি বিভাগ, বহিঃবিভাগ, জরুরি বিভাগ, কেবিন ভাড়া, পেইং ওয়ার্ড ভাড়া, করোনারি কেয়ার ইউনিটের ইসিজি বিভাগ, ইকো বিভাগ, অ্যাম্বুলেন্স ভাড়া ও টিকিট কাউন্টার থেকে এই রাজস্ব আদায় হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবুল হাসনাত মো আহসান হাবীব, ডাক্তার হিমাদ্রী শেখর সরকার, ডাক্তার ওবাইদুর কাদের উজ্জাল প্রমুখসহ সকল কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।