
যশোর প্রতিনিধি : : যশোর-৩ (সদর) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সকাল থেকেই ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রোববার সকালে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া এলাকা থেকে দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেন। সাহাপাড়ায় প্রবেশের সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ফুল ছিটিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় সাহাপাড়ার বাসিন্দারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের নির্মিত এলাকার একমাত্র রাস্তাটি সংস্কারের দাবি জানান। তারা বলেন, রাস্তাটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাসিন্দারা আরও জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনিন্দ্য ইসলাম অমিত ও তার দলের ভূমিকা প্রশংসনীয় ছিল। নির্বাচিত হলে সাহাপাড়াবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দেন বিএনপি প্রার্থী।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি ও আমার দল সব সময় আপনাদের পাশে আছি। আমার প্রয়াত পিতার সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক ছিল। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বন্ধুর মতো আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো—ইনশাআল্লাহ।”
দিনব্যাপী তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন।

