ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব ক্রিকেটে ওমান জন্ম দিল এক নতুন ঘটনার। বিশ্ব ক্রীড়াঙ্গনে ম্যাচ ছোট হওয়া বা পরিত্যক্ত হওয়া সব কিছুই ঘটে আবহাওয়া জনিত কারণে, কিন্তু ম্যাচে দৈর্ঘ্য স্বল্প করতে হলো আইসিসিকে শুধুমাত্র যানজটের কারণে। যা ক্রিকেট বিশ্বে বিরল এক সাক্ষী হয়ে থাকবে।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের লিগ টু পর্বের ম্যাচে দুই দল যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া পড়েছে এক কঠিন জটিলতায়। সেই জটিলতার মাত্রা এতটাই ভ’য়াব’হ, শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্যই কমাতে হয়েছে আইসিসির কর্মকর্তাদের।
ওমানের আল-আমেরাতে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার মধ্যেকার ম্যাচটি এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়। যার মূল কারণ ছিল ট্রাফিক জ্যাম।
ওমানের জ্যামের কারণে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠেই আসতে পারেননি। ৫০ ওভারের ম্যাচটি পরে কমিয়ে আনা হয় ৪৩ ওভারে।
সাধারণত, এমন বিলম্ব বৃষ্টিপাত বা আবহাওয়া জনিত কারণে ঘটে। তবে ওমানে ঘটল একেবারেই বিরলতম ঘটনা।
যানজটের কবলে বিশ্বকাপের ম্যাচ

Leave a comment