জন্মভূমি ডেস্ক : এয়ার ট্রাফিক কন্ট্রোল বিপত্তিতে যুক্তরাজ্যে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে শত শত ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে দীর্ঘ বিলম্বে পড়ছে।
সোমবার (২৮ জুলাই) দেশটির জাতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এনএটিএস) এক বিবৃতিতে বলে, আমরা একটি প্রযুক্তিগত সমস্যায় পড়েছি। নিরাপত্তার স্বার্থে ট্রাফিক প্রবাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
এরই মধ্যে ত্রুটি খুঁজে বের করতে কাজ শুরু করছেন প্রকৌশলীরা। ফলে সৃষ্ট যে কোনো অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে এ ত্রুটির কারণ বা এটি ঠিক করতে কত সময় লাগবে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা।
টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইজিজেট এয়ারলাইন্সের যাত্রীদের বলা হয়েছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিটি যুক্তরাজ্যের আকাশসীমায় ও বাইরে উড়ে যাওয়া সব ফ্লাইটকে প্রভাবিত করছে।
ভ্রমণকারীদের কাছে পাঠানো একটি বার্তায় ইজিজেট বলে, আমরা সমস্যাটির প্রভাব-স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করতে কতক্ষণ সময় লাগতে পারে, তা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি।