বিজ্ঞপ্তি : মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশের বাড়িতে পটকা ফুটিয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
নেতৃবৃন্দ বলেন, একদল দুস্কৃতকারীরা পলাশের বাড়িতে পটকা ফাটিয়ে হামলা করে। এ সময় পলাশের অসুস্থ পিতা সহ নারী শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় মানুষ ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে। নেতৃবৃন্দ এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত সকল দুর্বৃত্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।