বিজ্ঞপ্তি : খুলনা মহানগর যুবলীগ নেতা মিঠু ঘোষ পরলোকগমন করেছেন। গত সোমবার দিনগত রাতে টুটপাড়াস্থ নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। সন্ধ্যায় রূপসা শ্মশান মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে তার সৎকার সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ কোষাধ্যক্ষ পদে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও দেড়মাস বয়সী পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদান জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত মিঠু ঘোষের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।