জন্মভূমি ডেস্ক : রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে অনেক নাটকীয়তার পর অবশেষে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান।
এর আগে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের মনোনয়ন স্থগিত ও একজনের প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান জানান, আজ সকাল থেকেই রংপুরের ছয়টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। মামলা সংক্রান্ত তথ্য না দেওয়ায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল। এ ছাড়া কাগজপত্রে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে, যা চলবে সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত। এ যাচাই-বাছাইয়ের মধ্যে প্রার্থীর তথ্যে কোনো গড়মিল পেলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে।
গত ৩০ নভেম্বর শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের সময়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত তথ্য বলছে, ৩০০ আসনে লড়তে চান আড়াই হাজারের বেশি প্রার্থী। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বলেন, ‘সব রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। ব্যক্তির দেওয়া তথ্য বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। বিভিন্ন স্থান বা সূত্র থেকে ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের সঙ্গে ব্যক্তির দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তথ্যে গড়মিল পাওয়া গেলে মনোনয়নপত্র বাতিল হতে পারে।’