জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।রবিবার (৫ নভেম্বর) রাতে থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার উজলকুড় ইউনিয়নের মৃত ইজার উদ্দিনের ছেলে হারুন শেখ, মৃত ফজর আলী শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ, রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত তুরাবের ছেলে সেখ নুর ইসলাম, সুলতানিয়া এলাকার মহসিন শেখের ছেলে মো. খালিদ হাসান, গৌরম্ভা ইউনিয়নের কাপাশডাঙ্গা এলাকার মৃত মোসলেম ইজারদারের ছেলে মো. নুরুল ইজারাদার, বাঁশতলী ইউনিয়নের বাঁশতলী এলাকার মো. ইলিয়াস শেখের ছেলে মো. বেল্লাল। আসামিরা সি আর ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওয়ারেন্টভুক্ত। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।