
রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে টাওয়ার থেকে পড়ে গিয়ে তরুন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শৈলকুপা ঝিনাইদহ কদমতলা এলাকার শরিফুলের পুত্র । বুধবার (৩০ আগষ্ট) আনুমানিক বিকাল তিনটায় ভাগা সুন্দরবন মহিলা কলেজের সন্নিকটে একটি মোবাইল টাওয়ার থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তরুনের মৃত্যু হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগা সুন্দরবন মহিলা কলেজের সন্নিকটে বাংলালিংক টাওয়ারে যান্ত্রিকতুরুটির কারণে কাজের জন্য টাওয়ারে ওঠেন ওই যুবক । এক পর্যায়ে সেখান থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান । স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানা অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তাহরিমা খাতুনের লিখিত অপমৃত্যুর সংবাদ পেয়ে এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মৃতের সুরহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

