বাগেরহাট অফিস : সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাগেহাটের রামপালে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্তে আস্তে উৎসবের আমেজ তৈরি হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এ উৎসবকে ঘিরে এবার নানা শংকা থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামি সেই শংকা দুর করতে উৎসবের শুরু থেকে বিসর্জন পর্যন্ত তাদের পাশে থাকবেন এমন আশ^াস দিয়েছেন। আর এতেই বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
জানা গেছে প্রতি বছরের মতো এবারো রামপাল উপজেলার ১০ ইউনিয়নে ৩৭ টি মন্দিরে সারদীয় দুর্গোৎসব পালিত হবে। এ উৎসবকে সামনে রেখে মন্দিরে মন্দিরে চলছে এখন প্রতিমা তৈরির কাজ। প্রতিমা সাজাতে ভাস্কররা এখন ব্যস্ত সময় পার করছে। কোনো কোনো মন্দিরে প্রতিমা নির্মান শেষ করে রং তুলির কাজ চলছে।
উপজেলা প্রশাসন মন্দিরে মন্দিরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। সরকারি ভাবে এবার এ উপজেলার প্রতিটি মন্দিরে ৫০০কেজি করে মোট সাড়ে ১৮ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতিটি পুজা মন্দিরের সভাপতি/ সম্পাদকের হাতে চালের ডিও/ টাকার চেক বিতরন করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে।
এবার সরকার পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে দুর্গা পুজায় নাশকতা হতে পারে এমন একটা চাপা শংকা কাজ করছিল। নাম প্রকাশ না করে এ উপজেলার কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন আমরা দুর্গা পুজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে চিন্তিত ছিলাম। বিএনপি ও জামায়াতে ইসলামির পক্ষ থেকে আমাদের মন্দিরে নিরাপত্তা দেয়া হবে শুনে আমরা তাদের প্রতি কৃতঞ্জতা জানাচ্ছি।
উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান এবার রামপালে সার্বজনীন ও ব্যক্তিগত মিলে মোট ৩৭ টি মন্দিরে সারদীয় দুর্গোৎসব পালিত হবে। এসব মন্দিরের জন্য মোট সাড়ে ১৮ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ওই চাল ছাড়করনের প্রক্রিয়া শেষ করা হয়েছে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার উপজেলার গৌরম্ভা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, ফয়লাহাট ধলদাহ কুন্ডুপাড়া সার্বজনীন পুজা মন্দির, মিরাখালি সার্বজনীন দুর্গা মন্দির, সগুনা সার্বজনীন দুর্গামন্দির, রামপাল সদর সার্বজনীন দুর্গামন্দির, কালেখারবেড় দিঘির পাড় দুর্গামন্দির, ঝলমলিয়া দিঘির পাড় সার্বজনীন দুর্গামন্দির, গোনাবেল্ইা সার্বজনীন দুর্গামন্দির, বাবুরবাড়ি সার্বজনীন দুর্গামন্দির, পেড়িখালি বাজার সার্বজনীন দুর্গামন্দির, গিলাতলা সার্বজনীন মন্দিরসহ মোট ৩৭টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
এদিকে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রদল নেতা আলহাজ হাফিজুর রহমান তুহিন বলেন প্রতিটি মন্দিরে সরকারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আমাদের বিএনপি নেতা কর্মিরা আইন সৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সহযোগীতা করবে মিটিং করে এমন নির্দেশনা দেয়া হয়েছে। জামায়াতে ইসলামির পক্ষ থেকে সব মন্দিরে আইন সৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সব ধরনের সহযোগীতা কারার আশ^াস দেয়া হয়েছে।
রামপালে দুর্গা মন্দিরে নিরাপত্তায় সহযোগীতা দেবে বিএনপি- জামায়াত

Leave a comment