জন্মভূমি রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন। ২০২০ সালে ২জুলাই সরকার ২৫টি পাটকল একযোগে বন্ধ ঘোষনা করে। প্রধান মন্ত্রী ও পাটমন্ত্রী আশ^াস দিয়ে ছিলেন ২মাসের মধ্যে সকল শ্রমিকের পাওনাদি পরিশোধ করা হবে। দীর্ঘ ৩২মাসেও সে ওয়াদা বাস্তবায়ন হয়নি। মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এই পাওনা পরিশোধের দাবি জানান। পাওনা আদায় কমিটি এই সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক শেখ মো. সাদেকুজ্জামান। তিনি বলেন, সম্মেলনে স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র এবং অন্যান্য পাওনা ঈদের আগে পািরশোধ করতে হবে। রাষ্ট্রিয় মিল রাষ্ট্রিয় ভাবেক চালাতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও বিচার করতে হবে। স্থানীয় শ্রম প্রতিমন্ত্রীর সাথে বারবার দেখা করলেও তিনি কোন সমাধান দিতে পারেনি। টাকার অভাবে অনেক শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেছেন। অনেকের সন্তাানের লেখা পড়া বন্ধ হয়ে গেছে। টাকার অভাবে সংসার চলছেনা।
সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩১মার্চ গেট সভা। ৩এপ্রিল জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ এবং ১০এপ্রিল নতুন রাস্তা মোড়ে সকাল ১০টায় মানববন্ধন। এ সময় সদস্য সচিব মোহাম্মদ আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।