সাতক্ষীরা প্রতিনিধি : ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় চিংড়ী ঘের,বাড়ীঘর,রাস্তাঘাট ক্ষতিগ্রস্তের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের ও বনবিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙ্গে ও হেলে পড়েছে ৫৫৫ টি বিদ্যুৎ এর খুঁটি। ১২৯১ টি স্থানে বিদ্যুৎ এর তার ছিড়ে পড়েছে। একই সাথে ১৭২৪ টি বাড়ী ও বিভিন্ন প্রতিষ্টানের মিটার ভেঙ্গে নষ্ট হয়েছে। সাতক্ষীরার পল্লীবিদ্যুৎ সমিটিতর আওয়াতায় ৬২ হাজার বিদ্যুৎ গ্রাহক মারাত্বক ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরফলে গত ৪ দিন বিদ্যুৎ বন্ধ রয়েছে উপকূলীয় এলাকায়।
এদিকে উপকূলীয় এলকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা রেঞ্জের আওতায় সুন্দরবনের ১৫ টি বনবিভাগের অফিস ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে। জ্বলস্বাচ্ছে ভেসেগেছে বনবিভাগের কর্মী,বনজীবি,ও সুন্দরবনের প্রাণীদের ব্যবহৃত সুপেয় মিষ্টি পানির জন্য খননকৃত ১৫ টি পুকুর।
বনবিভাগের সহকারী বনসংরক্ষক(এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ কোটি ৬ লাখ টাকার অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
অপারদিকে ঘূর্ণিঝড়ে ও প্রবল বর্ষনে ফলে জেলার শ্যামনগর ও আশাশুনির বিভিন্নস্থানে ক্ষতিগ্রস্থ বেঁড়ীবাধ সংস্কারসহ স্বাবাবিক হতে শুরু করেছে মানুষ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান,ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করে তাদেরকে সরকারী সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে ৩০ মেট্রিকটন চাউল ও নগত ৩ লাখ টাকা উপকূলীয় এলাকায় বরাদ্ধ দেয়া হয়েছে।
রিমালের তান্ডবে বনবিভাগের ১ কোটি ৬ লাখ টাকার ক্ষতি
Leave a comment