
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস বুধবার দুপুরে স্টোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১১টায় স্ট্রোক করলে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বান্দাখাল গ্রামের বাসিন্দা রনজিত বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগদিতে বাড়িতে ও শ্বশ্মানে যান রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন, জাহাঙ্গীর হোসেন মুকুল, সরদার আবুল কাশেম ডাবলু, সফিকুর রহমান পলাশ, অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, আঃ গফুর খান, আল মামুন সরকার, ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, শক্তিপদ বসু, তাহিদুল ইসলাম মোল্যা, সাধন অধিকারী, মুনীর হোসেন মোল্য, আসাদুজ্জামান শেখ, সন্তোষ কুমার চিন্তা পাত্র, সুকুমার বৈরাগী, মাহিরুল ইসলাম, স্বপ্না রানী পাল, সুব্রত বাকচী, সফিকুর রহমান ইমন, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, আবুল হোসেন, অসিত কুমার পাত্র, মুজাহিদুল ইসলাম, বাধন হালদার, সবুজ গাইন প্রমুখ।