
জন্মভূমি রিপোর্ট : রূপসার দেয়াড়ায় মামলা পরিচালনার জন্য আদালতে যাবার সময় সাগর শেখ (২৪) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবার সূত্র জানায়, একই এলাকার সবুজ ও শিরিনা এদের বিরুদ্ধে আবুল হোসেন শেখের পুত্র সাগর শেখ বাদি হয়ে আদালতে মামলা দায়ের করে। এই মামলার হাজিরা ছিল সোমবার। এই শক্রতার জের ধরে আদালতে যাবার পথে সকাল ৯টায় যুগিহাটি মধ্যপাড়ায় পৌছালে সবুজ, শিরিনা, মজিবর ও নুরুজ্জামান এবং তাদের কয়েকজন সহযোগি সাগরকে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা জেনালের হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।