জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার নেহালপুর গ্রাম হতে ১শ’ গ্রাম গাঁজাসহ দুই জন গ্রেফতার হয়েছে। গত রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, নেহালপুর গ্রামের কালিবাড়ী হতে মিস্ত্রিপাড়াগামী সড়কের পাশ হতে মোঃ আজগর মোল্যা (২১) এবং খালিদ হাসান তোহা (২৬) নামে দুই জনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। সোমবার তাদেরকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।