রূপসা প্রতিনিধিঃ আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভা গতকাল ৮ নভেম্বর বিকেলে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক চঞ্চল অধিকারীর সভাপতিত্বে ও সদস্য সচীব মোল্লা তাহিদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, মৃন্ময় ধর শিপন, শক্তি পদ বসু, নিখিল মল্লিক, সন্তোষ চিন্তা পাত্র, জগলুল শিকদার, সরদার আবুল কালাম আজাদ, রতন মন্ডল, স্বপ্না রাণী পাল, ব্রোজেন দাস, রোজোয়ান শেখ, মিহির মুখার্জি, খোকন মন্ডল, আকবার শিকদার, পরিমল বিশ্বাস, ইলিয়াছ মিনা, মোকলেছুর রহমান শিকদার, রনজিত বিশ্বাস, আলম খা, সহাদেব বৈরাগী, জসিম শিকদার, শামীম মুন্সী, রবিন্দ্রনাথ বিশ্বাস, জামিল মুন্সী, নাজির হোসেন মোল্লা, দুলাল লস্কর, আরিফ নেওয়াজ নুর আবুল কালাম লস্কর, দিবাংশু মালাকার মনি, আজিজুল ইসলাম মোল্লা, জেসমিন আক্তার, হাসান আলী, আষিশ বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম শেখ, প্রতাপ পাল, মোরাদ মোল্লা, শিপন মোল্লা, সেলিম, শিশির গোলদার, উত্তম বিশ্বাস, ছাত্রলীগ নেতা আজমাইন ইনকিয়াদ অয়ন, রাকিবুল ইসলাম রকি প্রমুখ।