রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্দাখাল দূর্গামন্দির চত্তরে দুই দিনব্যাপী ধর্মীয় নাম সংকীর্ত্তন অনুষ্ঠানের সমাপনি মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গান পূর্ব আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি রনজিত বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মোর্শেদুল আলম বাবু, মনির হোসেন মোল্লা, মোল্লা তাহিদুল ইসলাম, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, সুকুমার বৈরাগী, অশোক চৌধুরী, সহাদেব বৈারাগী, বিশ^জিত বিশ^াস, নিমাই চন্দ্র বিশ^াস, প্রকৌশলী জগন্নাথ বিশ^াস, নিধির বিশ^াস, মাধব বিশ^াস, করুন সরকার, গৌর বিশ^াস, আশিষ বিশ^াস, ইন্দ্রজিত বিশ^াস, তপন বিশ^াস, মিনতি বিশ^াস, প্রভাষ বালা, দুলাল বিশ^াস, তারাপদ বিশ^াস প্রমুখ।