বিজ্ঞপ্তি : খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের জেলে, মাঝি, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করার জন্য চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কোপ’র রাজাপুর শাখা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেবা প্রদান করা হয়। চক্ষুসেবা ক্যাম্প কার্যাক্রমের আয়োজন করে স্কোপ। সাইটসেভার’র সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এ কার্যাক্রম বাস্তবায়ন করে। এ সেবার মধ্যে ছিলো চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য চিকিৎসাসেবা। এ কার্যাক্রমের উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্কোপ’র চেয়ারম্যান শেখ মো. টুটুল। চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন সহকারি সার্জন (চক্ষু) আবুল কালাম আজাদ (সুমন)। উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর মো. আলিমুর রেজা। এতে প্রায় ২শ’ জন রোগী সেবা নেন।