রূপসা প্রতিনিধিঃ রূপসায় জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মোনাজাত ২৮ নভেম্বর সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিকিং শিকদার, রূপসা থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মো. রাসেল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, রূপসা পল্লী বিদ্যুৎের এজিএম মো. এ হালিম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম, আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন, টিএসবি ইউনিয়নের ভাপ্রাপ্ত চেয়রাম্যান মো. আসাফুর রহমান মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামী যুগ্ম সম্পাদক ডাঃ মো. রেজাউল কবির খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. আল শাহরিয়ার, রূপসা কলেজ ছাত্র প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রাজু, শহিদুল আলম জিহাদ, তরিকুল ইসলাম সহ রূপসার গণমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রূপসায় যারা আহত ও শহিদ হয়েছিল, তাদের পরিবারের সদস্যগণকে উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।