রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা রিসোর্স সেন্টারে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
রবিবার রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা অফিসার্স ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলাম, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ,ম সালাম, জাহাঙ্গীর হেসেন মুকুল, আঃ মজিদ ফকির, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ।
সভা শেষে আব্দুস সালাম মূর্শেদী উপজেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন করায় ৯ জনের মাঝে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন।