রূপসা প্রতিনিধি : আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, আকতার ফারুক, আ: গফুর খান। টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন সরদার নুরুজ্জামান, হারুন মোল্যা, আশিষ রায়, মো: ফরিদ শেখ, হারুন অর রশিদ, সাইদুর রহমান ছগির, বাসুদেব রায় চৌধূরী, বাদশা মিয়া, সরদার জসীম উদ্দিন, নোমান ওসমানী রিচি, শফিকুর রহমান ইমন, বাদল মোল্যা, খায়রুল হাওলাদার, শামীম হাসান লিটন, মেজবাবুর রহমান, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, রতন মন্ডল, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল, শারাফাত হোসেন উজ্জল, মহিউদ্দীন খান প্রিতম, আজমল ফকির, মোস্তাফিজুর রহমান হেলাল, এইচ এম রোকন, আ: করিম শেখ, জাহিদ শেখ, হিমু মোল্যা, রবিউল ইসলাম, ইয়াসিন খান, নাহিদ গাজী, নাজিম মোড়ল, শেখ রেজা, লিটু কুমার দাস, সৈয়দ সজল, শোভন বর্দ্ধন, মহিউদ্দীন মানিক, জাফর সরদার, সাহাবুদ্দিন খান শুভ, এহতেশামুল হক অপু, আশিক ইকবাল, শেখ সজীব, ইখতিয়ার মোল্যা, ইন্দ্রজিত বিশ্বাস, ফারুক হোসেন প্রমুখ। সভায় নাজমুল হুদা অঞ্জনকে রূপসা উপজেলা যুবলীগের সদস্য ঘোষণা করা হয়।