রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন শেখ হাসিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা নামক মহাকাব্যের অমর কবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরি । তিনি বাঙালির আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয় স্থল। সংকটে ও সংগ্রামে তিনি অবিচল আস্থার মূর্ত প্রতীক। তিনি বলেন বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর শেখ হাসিনা চরম দুঃসময়ে ঐক্যের প্রতীক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেছেন। গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ পথ হেঁটেছেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনিই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্নসারথি ও রূপকার। তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লক্ষ-লক্ষ জনতার ঢল হবে। তার জনসভা হবে খুলনার ইতিহাসের সব থেকে বড় জনসভা। এই জনসভা সফল করতে রূপসা-তেরখাদা-দিঘলিয়ার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে খুলনার সার্কিটহাউস ময়দানে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে হবে। তিনি শনিবার সকালে রূপসা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম সালাম, আঃ মজিদ ফকির, খান শাহাজাহান কবীর প্যারিস, মোল্যা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, মোতালেব হোসেন প্রমুখ।