জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটার ধর্ষণ চেষ্টা মামলার গ্রেফতার করেছে র্যাব ৬ এর অভিযানিক দল। রোববার ১৫ জানুয়ারি রাত পৌনে ১১ টার দিকে তাকে ডুমুরিয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামি হলেন, বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের বাসিন্দা মো: কামরুল কবির।
র্যাব জানায়, ভিকটিম বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের বাসিন্দা। ১৩ জানুয়ারি বিকেলে ভিকটিম শিশুটি পাশের বাড়িতে খেলা করার জন্য বাসা থেকে বের হয়। এ সময়ে আসামি কামরুল শিশুটিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে শিশুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বলে। পরবর্তীতে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির পিতা বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় র্যাবও আসামি গ্রেপ্তারে তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আসমি কামরুল ডুমুরিয়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব রোববার তাকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।