জন্মভূমি ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৬ জানুয়ারি) এক আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই সরকারের আমলে র্যাবের মহাপরিচালক ছিলেন হারুন অর রশীদ।
গত বছরের ৯ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।