জন্মভূমি ডেস্ক : লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির হরতালে বাধা দেওয়াকে কেন্দ্রে করে জাহাঙ্গীর হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন মারা যান। এর আগে সকালে হরতাল চলাকালীন জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন বাধা দিলে তাদের ওপর আক্রমণ চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি সদরের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।