লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের রফিকুল লস্করের জীবন জীবিকার স্বপ্ন এখন পুকুরে ও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাবা হারা রফিকুল স্ত্রী, দু’টি ছেলে সন্তান ও বিধবা মাকে নিয়ে দু’বেলা দুমঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার নতুন আশা নিয়ে মাত্র ৪দিন আগে বাড়ির সংলগ্ন রাস্তার পাশে চায়ের দোকান চালু করেছিলেন। অর্থনৈতিক দৈন্যতার কারণে পাকা বা টিনের ঘর তৈরি করতে পারেননি। বিধায় পাটকাঠির চালা দিয়ে দোকানটি তৈরি করেছিলেন ।
জানাগেছে, সোমবার সকালেই বাড়ীভাঙ্গা গ্রামের মাতুব্বর ছাকা মোল্যার ছেলে সোহেল মোল্যা, মকছুদ মোল্যার ছেলে রিফাত মোল্যার নেতৃত্বে ২০/২৫জনের একদল দুর্বৃত্ত লাঠি, সোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় তার দোকানে। চায়ের কাপ, চুলা, সবকিছু ভেঙ্গে ফেলা হয়। চেয়ার, খাট সবকিছু ফেলে দেয়া হয় পাশের পুকুরের মধ্যে এবং নগদ ৩ হাজার টাকা ও সিগারেট নিয়ে যায় দুর্বৃত্তরা। রফিকুল গ্রাম্য দলাদলির সাথে জড়িত না থাকলেও এমন নিষ্ঠুরতা থেকে সে রেহায় পায়নি।
রফিকুল জানান, গ্রামে দলাদলি থাকলেও সে কোন দলাদলির সাথে জড়িত না। সোমবার সকালে হঠাৎ বাড়ীভাঙ্গা গ্রামের ছাকা মাতুব্বর ও তার ছেলে সোহেল মোল্যার নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার দোকানে এসে ভাংচুর করে। এ সময় দোকানের মালামাল নষ্ট করে ফেলে এবং খাটসহ মালামাল পাশের পুকুরে ফেলে দেয়। এসময় তাকে লাঠি দিয়ে মারধর করে আহত করে। কয়েক মাস আগে রাজধানী ঢাকায় কাজের সন্ধানে গিয়েছিলেন। সেখানে কাজ জুটলেও সামান্য আয় দিয়ে সংসারের খরচ যোগাতে পারেনি। কিছুদিন আগে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে কোন উপায়ান্ত না পেয়ে বাড়ির সামনের রাস্তায় পাটকাঠির ছাবড়া দিয়ে চা, পান বিক্রি শুরু করেন। টাকার অভাবে একটি টিনের ঘরও তৈরি করতে পারেনি।
এদিকে ওই গ্রামের ছাকা মোল্যার গ্রুপের লোকজন সোমবার সকালে প্রতিপক্ষ মোশাররফ শেখের নদীতে মাছ ধরার ভেশাল কেটে ফেলেছে একই দুর্বৃত্তরা। এছাড়া বাড়ীভাঙ্গা গ্রামের সৈয়দ বুলবুল আলীর বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দেয়া হয়। এছাড়া প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দেয়া হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ ব্যাপারে মাতুব্বর ছাকা মোল্যা বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনার পর আমি শুনেছি। ছেলে-পেলেরা ঘটনাটি ঘটিয়েছে। আগামীতে এমন ঘটনা আর যাতে না ঘটায় ছেলে-পেলেদের নিষেধ করেছি।
এ ব্যাপারে লোহাগড়া থানার এস আই উজ্জ্বল বলেন, খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।