লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় সড়ক ও জনপথের অবৈধ স্থপনা অভিযান পরিচালিত হয়েছে।
১০ ফেরুয়ারী শুক্রবার সকালে নের্বাহী ম্যাজিষ্টেট লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি)প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, নড়াইল সড়ক ও জনপথের সাবডিভিনাল ইজ্ঞিনিয়ার মোঃ তোফায়েল আলম, লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। সওজ এর ইজ্ঞিনিয়ার তোফায়েল আলম বলেন, এই রাস্তাটি ঢাকা-বেনাপোল মহাসড়ক । লোহগড়ার লক্ষীপাশা চৌরাস্তা খুবই গুরুত্বপূর্ন এলাকা। এই এলাকায় সর্বদা জানজট লেগে থাকে। তাছাড়াও কয়েকজন ব্যাবসায়ী রাস্তার দুই পার্শে দখলকরে ব্যাবসা করে আসছিল। সে ক্ষেত্রে যান চলাচলে ও সাধারন মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল।এমনকি যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা জন দুর্ভোগ এড়াতে ও যানচলাচলের সবিধার জন্য এ অভিযান পচিালনা করে রাস্তার দুই পার্শ্বে অবৈধ স্থপনা উচ্ছেদ করেছি। কোন প্রকার বাধা ছাড়াই আমাদের অভিযান পরিচালনা করে শেষ করেছি।