
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শালনগর মডার্ন একাডেমির উদ্যোগে ষষ্ঠ ও সপ্তম শ্রেনির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শালনগর ইউপি চেয়ারম্যান মোঃ লাবু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে অবিভাবকদের খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের সাথে অবিভাবকদের বন্ধুর মতো মিসে তাদের গাইডলাইন দিতে হবে। এছাড়াও নতুন শিক্ষাক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

