জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন দখলে থাকা কোটি টাকার জমি পুনরুদ্ধার করেছে লোহাগাড়া প্রশাসন। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইনামুল হাছানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জমি উদ্ধার অভিযানে লোহাগাড়া প্রশাসন প্রায় দেড় কোটি টাকার ১০ শতক জায়গা দখলমুক্ত করে এবং অবৈধ ঘেরাও দেওয়া ভেঙে দিয়ে জায়গাটি অবমুক্ত করে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, উদ্ধারকৃত জমিতে জনকল্যাণমুখী কোনো প্রকল্প হাতে নেবে। লোহাগাড়া বটতলী বাজারে কোনো পাবলিক টয়লেট নেই। আমরা এই জমি সেই কাজেও ব্যবহার করতে পারি।