
নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার বিচারের দাবিতে আগামী শনিবারের নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ৩১ জানুয়ারি রাজধানীর “মহিলা সমাবেশ” অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।’
৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ
এর আগে গত ২৭ জানুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারী সমাবেশের ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, ‘ভোটের কার্যক্রম শান্তিপূর্ণ ও নিরপেক্ষ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জোর করে কেউ ক্ষমতায় গেলে তাঁর পরিণতি আগের চেয়েও খারাপ হবে। বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এর বিচার না হলে ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।’

