শরণখোলা আঞ্চলিক অফিস : নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জয়-পরাজয় মেনে নিয়ে সকল উন্নয়নে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আযোজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা।শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২১ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি অবস্থান করেন উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দী প্রার্থী মো. রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস প্রতিক) এবং আসাদুজ্জামান মিলন (দোয়াত কলম প্রতিক)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজ, আজিজুল ইসলাম সবুজ, মুফতি আব্দুল জলিল, এইচ এম আসাদুজ্জামান মাসুদ এবং মহিলা ভাইস চেয়রাম্যান প্রার্থী রাহিমা আক্তার হাসি ও শিখা আক্তার।
পিএফজির প্রধান সমন্বয়কারী ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু,,,বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, পিএফজি বাগেরহাট জেলা সমন্বয়কারী সুকোমল মন্ডল প্রমূখ।
শরণখোলায় এক মঞ্চে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা
Leave a comment