শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় রবিবার সকালে বিক্ষোভ মিছিলসহ ইউএনও কার্যালয় ঘেরাও করেছেন শরণখোলা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। আসন্ন এইচএসসি পরিক্ষার ভেন্যু পরিবর্তন করে শরণখোলা থেকে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তরিত করার প্রতিবাদে তারা এ ঘেরাও কর্মসূচী পালন করেন। রবিবার (১৮ মে ) সকাল ১১টায় তিন শতাধিক ছাত্র ছাত্রী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে উপজেলা ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী নাফিস সিহাব, ফারিয়া, আকাশ, অন্তরা ও কাওসার হোসেন প্রমূখ। শিক্ষার্থীরা বলেন, শরণখোলা সদর থেকে মোরেলগঞ্জের দূরত্ব ২৫ কিলোমিটার। আর এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অর্থনৈতিকসহ নানান জটিলতায় পড়তে হবে। আবার কখনো কখনো অসুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতেও বিলম্ব হয়। তাই শরণখোলা উপজেলার যে কোন একটি প্রতিষ্ঠানে পরিক্ষা কেন্দ্র করার তারা দাবী জানান। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, শিক্ষার্থীদের দাবীর কথা সহানুভূতির সাথে শুনেছি। তাদের দাবীর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।