শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় রবিবার সকালে উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় খেলার মাঠ সংষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীদের আয়োজনে শরণখোলা প্রেসক্লাব সংলগ্ন মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ আলিম আল রাজী (মুক্তি), শিক্ষক মুহাম¥াদ ইলিয়াস হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামিম শিকদার, সাবেক ফুটবলার আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা সদর রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের একটি মাত্র খেলার মাঠ। যে মাঠের দক্ষিণ পাশের গোলপোস্ট ঘিরে কচুরিপানায় ডুবে রয়েছে।বৃষ্টি হলে মাঠ পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাছাড়া পশ্চিম পাশে ক্রিড়া সংস্থার ভবনটি পানিতে ডুবোডুবো। অনেকে মাঠে ব্যক্তিগত মালামাল রেখে মাঠের পরিবেশ নষ্টসহ খেলার অনুপযোগী করছেন । তাই দ্রুত মাঠ সংষ্কার করে খেলার উপযোগী করার দাবি জানান বক্তারা।