শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় উপজেলা প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে আব্দুস সাত্তার (৪০) ও রতিয়া রাজাপুর গ্রাম থেকে মোঃ রিগ্যান জোমাদ্দার নামে দুই মাদক কারবারীকে গাঁজা ও গাজা সেবনের সরঞ্জামসহ আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুইজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড জরিমানা করেন।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, উদ্ধারকৃত গাঁজা ও সরঞ্জামাদি রাজাপুর বাজার ও রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারা মোতাবেক আটক দুইজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড দেয়া হয়েছে এবং জনস্বার্থে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে ইউএনও জানিয়েছেন।
শরণখোলায় দুই মাদক কারবারীর কারাদন্ড
Leave a comment