
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার ও কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা। দৈনিক ইত্তেফাকের শরণখোলা সংবাদদাতা ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেরা ঝর্না, এনটিভির সাংবাদিক জাহিদ হোসেন হিমেল ও সাংবাদিক কবির হোসেন কিবরিয়া প্রমূখ। আলোচনা সভায় বক্তারা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে ইত্তেফাক অগ্রণী ভূমিকা পালন করেছে। ইত্তেফাক ৭৩ বছর ধরে গণমানুষের মুখপত্র হিসেবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এটা একটি পত্রিকার জন্য গৌরবের বিষয়। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।

