বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় নাতীকে ধর্ষণ মামলায় মোঃ আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়েন্দা বাজার এলাকায় অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই কিশোরীর খালা বাদী হয়ে মোঃ আবুল হোসেনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আবুল হোসেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, ওই কিশোরীর খালার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।