শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার রায়েন্দা তাফালবাড়ী গ্রামে গত শনিবার বিকেলে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধপিতা ও কণ্যা গুরুতর আহত হয়েছে। এসময় পরিধেয় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্দ্ধৃ সৈয়দ মুন্সি (৭৫) শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের জমিতে একটি গাছ কাটার সময় প্রতিপক্ষ হারেজ মুন্সির পুত্র মাসুম ও মাহবুল অহেতুক গাছ কাটায় বাধা প্রদান করে এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ও মাহবুল লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করে এসময় ডাক চিৎকারে আমার কণ্যা বিউটি বেগম মারধর ঠেকাতে গেলে তারা বিউটিকেও বেদম লাঠিপেটা করে তার কানের ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় বলে বৃদ্ধ সৈয়দ মুন্সি জানান। মাসুম ও মাহবুল খুবই দুর্ধর্ষ প্রকৃতির লোক তারা এর আগেও কয়েকবার তাদের উপর হামলা করে মারধরের ঘটনা ঘটিয়েছে যা নিয়ে এলাকায় কয়েকবার শালিশবৈঠক হয়েছে কিন্তু তারা গায়ের জোরে শালিশীর সিদ্ধান্ত অমান্য করে চলেছে বলে গৃহবধূ বিউটি বেগম অভিযোগে জানালেন।