শরণখোলা অঞ্চলিক অফিস : শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলার রাজৈর গ্রামের এ মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার নিজ বাড়ীতে বার্ধক্যজনীত রোগ ভোগের পরে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি এক ছেলে,দুই কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বেলা দুইটায় রাজৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীরমুক্তিযোদ্ধা এমএ খালেক খান, আবু জাফর জব্বার,উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীরসহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন। পরে বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।