শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় মা ও তার শিশু কণ্যা খুনের ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার রাতেই নিহত পাপিয়ার ভাই আলামিন বাদী হয়ে ৭জনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শনিবার সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় মা ও তার শিশু কন্যা খুনের ঘটনায় নিহত পাপিয়ার ভাই আলামিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃত আসামীরা হচ্ছে,শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আঃ সামাদ হাওলাদারের পুত্র মনির হাওলাদার, নেহারুল হাওলাদার ও মিলন হাওলাদার। ধৃত আসামীরা এই খুনের সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্য বের করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, নিহতদের লাশের ময়না তদন্তের জন্য শনিবার সকালে লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) মাগরিবের নামাজের সময় কে বা কারা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আবু জাফরের ঘরে প্রবেশ করে আবু জাফরের স্ত্রী পাপিয়া বেগম (৩০) ও তার শিশু কণ্যা সাওদা জেমি (৫) কে ধ্রাালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় গৃহকর্তা আবু জাফর ঢাকায় অবস্থান করছিলো বলে স্বজনরা জানান।
শরণখোলায় মা ও শিশু খুনের ঘটনায় গ্রেফতার ৩
Leave a comment