শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় একরাতে সিঁদকেটে চার বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। চুরির সময় কেউ বাড়ীতে ছিলোনা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। উত্তর রাজাপুর এলাকার গ্রাম পুলিশ স্বপন কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতের ৮/১০টা সময়ের মধ্যে কোন এক সময় কে বা কারা সিঁদ কেটে ও ঘরের দরজার তালা ভেঙ্গে উত্তর রাজাপুর গ্রামের সুলতান হাওলাদার, আলমগীর হাওলাদার, ইব্রাহিম হাওলাদার,ও রেনু বেগমের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ সময় ভূক্তভোগীরা নিকটস্থ একটি মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে গিয়েছিলো বলে ভূক্তভোগীদের বরাত দিয়ে গ্রাম পুলিশ জানিয়েছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, চুরির খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বড় ধরনের কোন ঘটনা নয়। ছিচঁকে চুরি বলা যায়। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।