শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকানীদের মাঝে শনিবার বিকেলে রায়েন্দা বাজার কমিটি থেকে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা আগুনে পুড়ে যাওয়া ৬ দোকান মালিকের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান বাবুল তালুকদার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল আহমেদ রুমি প্রমূখ। গত বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে শরণখোলা উপজেলা সদরের হাসপাতাল এলাকায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।