ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীস্থ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ মশারেফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের কাটাখালী মোড়ে মানববন্ধটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ মশারেফ হোসেনের বিরুদ্ধে দুর্ণীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বানিজ্য, কলেজ ভবনের ছাদে মোবাইল টাওয়ার ভাড়া, কলেজের গাছ বিক্রি, শিক্ষার্থীদের দেওয়া ভর্তি ফিস ও পরীক্ষার ফিস আত্মসাতের অভিযোগ তোলা হয়। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ শেখ মশারেফ হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে বিচারের সম্মুখিন করার দাবী জানানো হয়। এছাড়া ভিন্ন মতের কারণে ওই কলেজের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হায়দারকে ষড়যন্ত্রমূলকভাবে চাকরীচ্যুত করার প্রতিবাদ ও চাকুরীতে পূণঃবহল করার আবেদন জানান।
মাবনবন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মোঃ মোফাজ্জেল হায়দার, সহকারী অধ্যাপক শেখ মোঃ সেলিম, মুরারী মোহন পাল, আতিকুর রহমান তালুকদার, রীতা রানী দাশ, প্রভাষক মোঃ জাহিদ হাসান সহ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।