জন্মভূমি রিপোর্ট : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবে মন্ত্রী গয়শে^র চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করছে। তাদের ছেড়ে দেয়ার দিন শেষ। সারাদেশে হামলার জবাব দেয়া হবে। আমদের গুলি করে মারবে আর আমরা ভদ্র লোকের মতো মার নিবো, আমরা পাল্টা কিছু করবোনা এটাতো হয় না। স্বাধীন বাংলাদেশে মার খাওয়ার জন্যতো আমাদের জন্ম হয়নি। আমাদের লড়াই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনরে জন্য। হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিার জন্য আমরা আন্দোলন করছি। এটা বিএনপির জন্য লড়াই না-এটা ব্যক্তিগত কোন লড়াই না। এ লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই না। এ লড়াই অবৈধভাবে ক্ষমতা বসে যারা লুটপাট করছে, নারী নির্যাতন করছে, র্ধষন করছে, দেশের টাকা বিদিশে পাচার করছে তাদেরকে বিতাড়িত করার জন্য লড়াই। চলমান লড়াইয়ের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সেই সরকারের মাধ্যমে নির্বাচন কমশিন পুণ:গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
তিনি বুধবার বিকেল ৩টায় বিএনপি ঘোষিত নির্দলীয় অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে খুলনায় পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি পুলিশ শ্রশাসনের উদ্দশে দুষ্টের দমন সৃষ্টের পালন বলে যে শপথ করেছেন সেটা মনে রেখে কাজ করবেন। জনগণের সুখ শান্তি রক্ষা করাই আপনাদের কাজ। কোন দলের হয়ে কাজ করলে পাপের বোঝা যদি ভারী হয়ে যায় তখন কিন্তু পরিনাম ভালো হবে না। বিএনপির আন্দোলন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়। বিএনপির আন্দোলন এই সরকারের বিরুদ্ধে। বিএনপির আন্দোলন জনগনের অধিকার আদায়ের জন্য। লুিন্ঠত টাকা ফেরত আনার জন্য-জনগণরে ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। কথায় কথায় মামলা দিয়ে
হয়রানি না করার আহবান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাা দিয়ে লুকিয়ে থাকেন নাই উল্লেখ করে গয়েশ^র বলেন, তিঁনি নিজেই যুদ্ধ করেছেন। শহীদ জিয়ার সৈনিকেরা আন্দোলন করতে জানে। সকল প্রকার প্রশিক্ষণ বিএনপির আছে যখন যেটা দরকার তখন সেভাবেই আন্দোলন হবে। আওয়ামী লীগের উদ্দ্যশে তিনি বলেন অবলম্বে পদত্যাগ করুণ। শান্তি সমাবেশর নামে অশান্ত সৃষ্টি করবেন না। বিএনপির ভারপ্রপ্তি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতান্ত্রকি যুদ্ধ আমরা জয়ী হবই। স্বাধীন যুদ্ধের সময় যেভাবে পিস কমিটি করছিলো রাজাকার আলবদররা। আজকের বাংলাদেশে সেভাবেই একটা পিস কমিটি হয়েছে। ওবায়দুল কাদরের নেতেৃত্বে গঠিত পিস কমিটি বিএনপির কর্মসূচির দিনেই শান্তি কর্মসূচির নামে অশান্তি কর্মসূচি দেয়। এই পিস কমিটিকে যেন ৭১ এর মত পালিয়ে যেতে না হয়। আওয়ামী লীগ নোংরা ভাষায় কথা বলা ছাড়া কিছুই জাননে না।
সভাপতিত্ব করেন নগর বিএনপির আহবায়ক আইনজীবী শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সদস্য সচবি শফিকুল আলম তুিহন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, আব হোসনে বাবু, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম সৈয়দা রহেনা ইসা, এস এ রহমান, মাহাবুব হাসান পিয়ারুও শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও ইস্তিয়াক আহমেদ ইস্তি।
শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করছে: গয়েশ্বর চন্দ্র রায়
Leave a comment